নড়াগাতী (কালিয়া) প্রতিনিধি।। নড়াইলের নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নের বাগুডাঙ্গা বাজারে বৃহস্পতিবার সকালে লকডাউন কর্মসূচির প্রতিবাদে পহরডাঙ্গা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাজারের দোকানপাট বন্ধ রাখার প্রতিবাদে পহরডাঙ্গা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠন মিছিল বের করে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় তারা লকডাউন কর্মসূচির প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।
অন্যদিকে, স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে।

