জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)।। আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী (৭৫) কে রাস্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় খরয়িয়াটি পূর্বপাড়া ঈদগাহ মাঠে তাকে গার্ড অফ অনার প্রদান করা হয়।
দরগাহপুর ইউনিয়নের খরিয়াটি গ্রামের মৃত মোজাহার আলী গাজীর ছেলে বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী গাজী বৃহস্পতিবার বেলা ২টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি অইন্না ইলায়হি রাজেউন)। মৃতকালে তিনি স্ত্রী, ৪পুত্র, ১কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ এর উপস্থিতিতে এসআই আব্দুর রশিদ এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অফ ওনার প্রদান করেন। এসময় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক আঃ করিম, দরগাহপুর ইউনিয়ন কমান্ডার শেখ আরব আলী, বীর মুক্তিযোদ্ধা ছহিল উদ্দিন, শওকত আলী, আব্দুল জলিল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। গার্ড অফ অনার ও জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন সম্পন্ন করা হয়।



