বিশেষ প্রতিনিধি।। পাবনা পৌর সদরের শালগাড়িয়া সরদারপাড়া এলাকা থেকে নয় বছরের এক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে এটি ধর্ষণের ঘটনা কি না বা কানের দুল ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে হত্যা—তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই নিশ্চিত হবে। শনিবার রাতে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম।

নিহত শিশুটির নাম হাফসা খাতুন (৯)। সে সদর উপজেলার কামারগাঁও গ্রামের হাফিজুর রহমানের মেয়ে এবং দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। কয়েকদিন আগে হাফসা শালগাড়িয়া সরদারপাড়ায় নানাবাড়িতে বেড়াতে আসে।

ওসি আব্দুস সালাম জানান, শনিবার সন্ধ্যার পর থেকে হাফসা নিখোঁজ ছিল। পরে রাত ১০টার দিকে স্থানীয় একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে পুলিশ। হত্যাকাণ্ডের কারণ উদঘাটনে তদন্ত চলছে।

Share.

উপদেষ্টাঃ আলহাজ সিরাজ আহমেদ
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম রনি
প্রধান সম্পাদকঃ ইব্রাহিম রুবেল
বার্তা সম্পাদকঃ আব্দুল বারী
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
যোগাযোগঃ
৬/সি, আনেমা ভিস্তা (৭ম ফ্লোর), ৩০ তোপখানা রোড, ঢাকা ১০০০।
মোবাইলঃ ০১৮২৪২৪১০২৩, ০১৭১৯২৬৪০৪৫

Exit mobile version