বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি।। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ভুয়া মুক্তিযোদ্ধাদের শনাক্ত করেছে। বৃস্পতিবার (১৩ নভেম্বর) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সেকশন–৩ তিন শাখা জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) ১০০ তম সভার সিদ্ধান্ত অনুযায়ী বাতিলকৃত বেসামরিক সনদ ও সনদবিহীন সনদের তালিকা প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত এই প্রজ্ঞাপনে বরিশাল বাবুগঞ্জ উপজেলার ক্ষুদ্র কাটি গ্রামের আব্দুল আজিজ এর ছেলে মোঃ আব্দুল মালেক এর নাম রয়েছে যার গেজেট নাম্বার -২৩৭৯ এবং উপজেলার চাঁদপাশা ইউনিয়নের মৃত ময়েজ উদ্দিন মোল্লার ছেলে রফিজ উদ্দিন মোল্লার নাম রয়েছে যার গেজেট নাম্বার -১৮৫৪।
এছাড়াও একাধিক ব্যক্তির নাম, তাদের পিতার নাম, স্থায়ী ঠিকানা ও সংশ্লিষ্ট থানার তথ্য উল্লেখ করে জানানো হয়েছে যে—তারা মুক্তিযোদ্ধা হিসেবে ঘোষিত হওয়ার যোগ্যতা পূরণ করেননি।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের উদ্দেশে নির্দেশনা পাঠানো হয়েছে। গেজেট বাতিল সংক্রান্ত প্রশাসনিক কার্যক্রম গ্রহণের জন্যও নির্দেশ দেওয়া হয়েছে।

এ ব্যাপারে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ জানান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে বাবুগঞ্জ উপজেলার দুই জনের নাম সম্মিলিত একটি তালিকা পাওয়া গেছে। যাতে গেজেট বাতিল সংক্রান্ত প্রশাসনিক কার্যক্রম গ্রহণের জন্যও নির্দেশ দেওয়া হয়েছে। মুক্তিযোদ্ধা সনদে জালিয়াতি ও অনিয়ম রোধে চলমান যাচাই–বাছাই কার্যক্রম আরও জোরদার করা হবে।

Share.

উপদেষ্টাঃ আলহাজ সিরাজ আহমেদ
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম রনি
প্রধান সম্পাদকঃ ইব্রাহিম রুবেল
বার্তা সম্পাদকঃ আব্দুল বারী
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
যোগাযোগঃ
৬/সি, আনেমা ভিস্তা (৭ম ফ্লোর), ৩০ তোপখানা রোড, ঢাকা ১০০০।
মোবাইলঃ ০১৮২৪২৪১০২৩, ০১৭১৯২৬৪০৪৫

Exit mobile version