জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রভাষক কাজী ওয়েজ কুরনী নির্বাচনী গণসংযোগ করেছেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমির পীর সাহেব চরমোনাই মনোনীত সাতক্ষীরা ৩ আসনে (কালিগঞ্জ আশাশুনি) সংসদ সদস্য প্রার্থী প্রভাষক কাজী ওয়েজ কুরণীর আশাশুনিতে মঙ্গলবার গণসংযোগ করেন। গণসংযোগকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ আশাশুনি উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মোঃ শফিউদ্দিন, সহ-সভাপতি কারী কাইকাউস, সেক্রেটারী ডাক্তার আমিনুল ইসলাম, দ্বীনি সংগঠন সভাপতি মোঃ জহুরুল ইসলাম, ইসলামিক যুব আন্দোলন বাংলাদেশ আশাশুনি উপজেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলামসহ আশাশুনি সদর ইউনিয়ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


