বরিশাল  অফিস।। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান বলেছেন-দীর্ঘ ৪০ বছর ধরে বিএনপির রাজনীতির সাথে নিজেকে জড়িয়ে রেখেছি। প্রতিটি আন্দোলন সংগ্রামে দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে রাজপথে ছিলাম, আছি এবং থাকবো।
তিনি আরও বলেছেন-বিগত ওয়ান ইলেভেনের সময় যখন বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপির হাল ধরার কেউ ছিলোনা, তখন নিজ অর্থে দলের প্রত্যেক নেতাকর্মীদের পাশে দাঁড়িয়ে তাদের মনবলকে চাঙ্গা করে রেখেছি। পরবর্তীতে পতিত সরকারের ১৭ বছর দলের প্রতিটি আন্দোলন সংগ্রামে নেতাকর্মীদের নিয়ে রাজপথে সরব ছিলাম। একারণে একাধিকবার হামলা ও অসংখ্য মামলায় আমাকে কারাভোগ করতে হয়েছে। পাশাপাশি মামলায় জড়ানো নেতাকর্মীদের নিজের অর্থে জামিনে মুক্ত করেছি।

ইঞ্জিনিয়ার আবদুস সোবহান বলেন-বিগত ৪০ বছর ধরে নেতাকর্মীদের নিয়ে যেভাবে মাঠে ছিলাম, এখনও আছি আর ভবিষ্যতেও নেতাকর্মীদের নিয়ে মাঠে থাকবো। তিনি আরও বলেছেন-দলের দুর্দীনে যারা মাঠে ছিলেন না, নেতাকর্মীদের খোঁজ খবর রাখেনি। অতীতে ধানের শীষের বিপক্ষে গিয়ে যারা স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন। তাদের হাতে গনতন্ত্রের প্রতীক ধানের শীষ তুলে দেওয়া হলে তা তৃণমূল পর্যায়ের বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা কখনও মেনে নিবে না।

বরিশাল-১ আসনের বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের নিজ বাসভবনে মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বিগত নবম জাতীয় সংসদ নির্বাচনে ক্লিন ইমেজের প্রার্থী হিসেবে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে চমক সৃষ্টি করা ইঞ্জিনিয়ার আবদুস সোবহান আরও বলেছেন-কিছুদিন পূর্বে মনোনয়নের একটি খসরা তালিকা প্রকাশ করা হয়েছে। নির্বাচনের তফসিল ঘোষণার পর আশা করছি এসব তালিকা পূর্ণবিবেচনা করে বিগত দিনের আন্দোলন সংগ্রামকে মূল্যায়িত করে সঠিক প্রার্থীর হাতে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ধানের শীষ প্রতীক তুলে দিবেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান বলেছেন-বিগত ২০০১ সালের নির্বাচনের পর এ আসনে সবচেয়ে বেশি সংখ্যালঘু নির্যাতন হয়েছে। ওয়ান ইলেভেন থেকে শুরু করে পতিত সরকারের ১৭টি বছর আমি সংখ্যালঘু সম্প্রদায়ের প্রত্যেক পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের আশ্বাস দিয়েছিলাম, তাদের আর কোনদিন হামলা ও নির্যাতনের শিকার হয়ে রামশীলে গিয়ে আশ্রয় নিতে হবেনা। মনোনয়নের খসরা তালিকা প্রকাশের পর সেইসব সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনের মধ্যে ফের ২০০১ সালের মতো আতঙ্ক ছড়িয়ে পরেছে। তারা আমার সাথে যোগাযোগ করে এখনই তাদের সেই আতঙ্কের কথা বলছেন।

ইঞ্জিনিয়ার আবদুস সোবহান বলেন-আমি শতভাগ বিশ্বাস করছি, আমাদের নেতা তারেক রহমান মনোনয়নের খসরা তালিকা পরিবর্তন করে বরিশাল-১ আসনে নতুন করে প্রার্থী মনোনীত করবেন। সেক্ষেত্রে ধানের শীষকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করতে তিনি (আবদুস সোবহান) নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান করেন।

মতবিনিময় সভায় বরিশাল-১ আসনের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা বিএনপি এবং তার সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দরা উপস্থিতি ছিলেন।

Share.

উপদেষ্টাঃ আলহাজ সিরাজ আহমেদ
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম রনি
প্রধান সম্পাদকঃ ইব্রাহিম রুবেল
বার্তা সম্পাদকঃ আব্দুল বারী
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
যোগাযোগঃ
৬/সি, আনেমা ভিস্তা (৭ম ফ্লোর), ৩০ তোপখানা রোড, ঢাকা ১০০০।
মোবাইলঃ ০১৮২৪২৪১০২৩, ০১৭১৯২৬৪০৪৫

Exit mobile version