
রফিকুল ইসলাম রনি।। বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর এর বড় বোন মোসামাৎ রাহানুর বেগম ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
দীর্ঘদিন অসুস্থ ছিলেন তিনি। বরিশাল কাশিপুরে বাংলাদেশ সেনাবাহিনীর দেওয়া বীরশ্রষ্ঠ স্বরনিকা বাসভবনে মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে
ইন্তেকাল করেন তিনি। মৃত্যু কালে তাহার বয়স হয়েছিল ৮০ বছর ।
স্বামী মরহুম সেকান্দর আলি ফরাজি। তিনি ছিলেন নৌ-বাহিনীর অফিসার। তার স্বামীর বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলার বাহেরচর গ্রামে । মরহুমা ৩ ছেলে, ৩ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমার জানাজা নামাজ মঙ্গলবারই বাহেরচর ফরাজি বাড়ি মাগরিব নামাজ বাদ অনুষ্ঠিত হয়েছে।
বীরশ্রেষ্ঠের বোনের মৃত্যুর খবর শুনে গভীর শোক ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: ফারুক আহমেদ সহ মুক্তিযোদ্ধা সংগঠন, সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন মহলের ব্যক্তি বর্গ।

