
সুকুমার দাস বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি।।কালিগঞ্জে ডিএমসি ক্লাব মাঠে ৮ দলীয় লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন খেলায় পিডিকে মিতালী সংঘ জয়লাভ করেছে।
কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ডিএমসি ক্লাবের আয়োজনে বৃহস্পতিবার (২০ নভেম্বর) ডিএমসি ক্লাবের ফুটবল মাঠে ৮ দলীয় লক্ষ টাকার নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় পি ডি কে মিতালী সংঘ ৩ -০ গলে নওয়াবেঁকী শামীমা ক্লিনিক ভিক্টোরিয়ান কে হারিয়ে রাউন্ডে উত্তীর্ণ হয়। ডিএমসি ক্লাবের প্রধান উপদেষ্টা ও ৯ নং মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিমের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল, বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাজিব, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, সেকেন্ড অফিসার শাহাদাত হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সমাজসেবক হাফেজ আবুল বাশার । ডিএমসি ক্লাবের সদস্য
আলমগীর কবিরের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা রেজাউল হক ডাবলু, বীর মুক্তিযোদ্ধা শেখ জিন্নাত আলী, উপদেষ্টা আবু হাসান রাজ, উপস্থিত ছিলেন ডিএমসি ক্লাবের সভাপতি ও কালিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি বাবলা আহমেদ, সহ-সম্পাদক মাসুম হাসান, আখতারুজ্জামান টিটু, আসিফ মাহমুদ, কলিম শারাফি সোহেল, শেখ শাহিন, শফিকুল ইসলাম, সালাউদ্দিন প্রমুখ।
পিকে মিতালী সংঘের পক্ষে প্রথম গোল করেন খেলোয়াড় সাইদুল ইসলাম ও আব্দুল্লাহ দুটি গোল করেন। খেলায় সেরা খেলোয়া নির্বাচিত হন আব্দুল্লাহ। খেলাটি পরিচালনা করেন মনজুর এলাহি বাবু, সহকারী ছিলেন আতাউর , রুবেল , ও সোহাগ। খেলায় প্রচুর দর্শক সমাগম হয়।টুর্নামেন্টের দ্বিতীয় খেলা শুক্রবার বিকাল তিনটা অনুষ্ঠিত হবে নলতা শরিফ ফুটবল একাডেম ও সাতক্ষীরা কুরাইল স্কাই স্পোর্টস।
| উপদেষ্টাঃ আলহাজ সিরাজ আহমেদ | প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম রনি | প্রধান সম্পাদকঃ ইব্রাহিম রুবেল | বার্তা সম্পাদকঃ আব্দুল বারী |
যোগাযোগঃ
৬/সি, আনেমা ভিস্তা (৭ম ফ্লোর), ৩০ তোপখানা রোড, ঢাকা ১০০০।
মোবাইলঃ ০১৮২৪২৪১০২৩, ০১৭১৯২৬৪০৪৫