
দুর্ঘটনা ও মৃত্যু নিত্যদিনের সংবাদ
মোঃ মনিরুজ্জামান চৌধুরী, কালিয়া (নড়াইল)।।নড়াইলের চাপাইল–কালিয়া সড়কে প্রতিদিনই বেড়ে চলেছে অবৈধ, লাইসেন্সবিহীন ও নিয়ন্ত্রণহীন যানবাহনের চলাচল। বিশেষ করে নছিমন, করিমন, ভটভটি, ট্রলি জাতীয় ‘ঘাতক’ গাড়িগুলো সড়কের বেশিরভাগ অংশ দখল করে চলছে নিয়ন্ত্রণহীন। ফলে পথচারী, স্কুল–কলেজের শিক্ষার্থী, কৃষক, শিশু, বৃদ্ধা, রোগী এবং সাধারণ যাত্রীদের নিত্যদিন পড়তে হচ্ছে চরম ঝুঁকির মুখে।
স্থানীয়দের অভিযোগ, সড়কের গুরুত্বপূর্ণ অংশগুলোতে কোনো ট্রাফিক তদারকি নেই। রাস্তা সংকীর্ণ হওয়ায় দুই পাশে দোকান–পাট, বাজার ও এলোমেলো পার্কিং এবং ধান মৌসুমে সড়কের উপর ধান মাড়াই করা পুরো চলাচলকে আরও বিপজ্জনক করে তুলেছে। অভিযোগ রয়েছে, কতিপয় প্রভাবশালী ব্যক্তি অবৈধ গাড়ির ব্যবসা ও চলাচলে আড়াল থেকে সহায়তা করছেন, ফলে অভিযান হলেও তা স্থায়ী হচ্ছে না।
পহরডাঙ্গা বাজার এলাকার মুদি ব্যবসায়ী শরিফুল মোল্লা বলেন,
“প্রতিদিনই দেখি ছুটে আসছে এসব অবৈধ গাড়ি। একটু অসতর্ক হলেই বড় দুর্ঘটনা। আমাদের সন্তানদের স্কুলে যেতে ভয় লাগে।”
অপরদিকে, সড়কটি দিয়ে কালিয়া সদর, বাঐসোনা,কলাবাড়িয়া,জয়নগর,মাউলী,পহরডাঙ্গা, খাশিয়াল ইউনিয়ন সহ আশপাশের হাজার হাজার মানুষ প্রতিদিন বাজার, স্কুল, কর্মস্থল ও চিকিৎসার জন্য গোপালগঞ্জ অভিমুখে যাতায়াত করে। সড়কের বেহাল অবস্থা ও যানবাহনের বিশৃঙ্খলা মিলে এখন এটি মৃত্যুফাঁদে পরিণত হয়েছে বলে তারা দাবি করেন।
এ বিষয়ে ১০নং পহরডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান, মল্লিক মাহমুদুল ইসলাম জানান,
“ কালিয়া-চাপাইল সড়কে নিয়ন্ত্রণহীন অবৈধ গাড়ি চলছে—এটা আইনের লঙ্ঘন। দ্রুত ব্যবস্থা না নিলে বড় ধরনের দুর্ঘটনা সময়ের ব্যাপার মাত্র।”
স্থানীয় সচেতন মহল মনে করছেন, নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, সড়ক প্রশস্তকরণ এবং সচেতনতা বৃদ্ধি—এই চারটি পদক্ষেপ দ্রুত না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে।
সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি নজরদারি এখন সময়ের দাবি।
| উপদেষ্টাঃ আলহাজ সিরাজ আহমেদ | প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম রনি | প্রধান সম্পাদকঃ ইব্রাহিম রুবেল | বার্তা সম্পাদকঃ আব্দুল বারী |
যোগাযোগঃ
৬/সি, আনেমা ভিস্তা (৭ম ফ্লোর), ৩০ তোপখানা রোড, ঢাকা ১০০০।
মোবাইলঃ ০১৮২৪২৪১০২৩, ০১৭১৯২৬৪০৪৫