
তেরখাদা প্রতিনিধিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী তেরখাদা উপজেলার তেরখাদা ইউনিয়ন শাখার উদ্যোগে পারোখালী ফকির পাড়া এলাকায় এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। তেরখাদা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি আব্দুস সামাদ লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা-০৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও খুলনা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তৃতা করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা যুব বিভাগীয় সেক্রেটারি খুলনা মহানগরী ও সাবেক সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগরী মোকাররম বিল্লাহ আনসারী,
বাংলাদেশ জামায়াতে ইসলামী তেরখাদা উপজেলা শাখার আমির মাওলানা সেখ হাফিজুর রহমান ও
বাংলাদেশ জামায়াতে ইসলামী তেরখাদা উপজেলা শাখার সেক্রেটারি মু. নাহিদ হাসান।
মাওলানা মাসুদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী নেতা মোঃ সাজ্জাদুর রহমান রাসেল, হাফেজ আব্বাস মোল্লা, আবুল হাসান, লিয়াকত আলী, আব্দুল্লাহ বুদ্দি, আবু তালেব শিকদার, নূর মোহাম্মদ প্রমুখ। মহিলা বিভাগের ইউনিয়ন সভানেত্রী তাসলিমা বেগমের সার্বিক ব্যবস্থাপনায় আরও উপস্থিত ছিলেন উপজেলা নেত্রী নাসরিন সুলতানা, রাহিমা বেগম,রোজিনা বেগম, শাহনাজ বেগম, রাজিয়া বেগম, তাহেরা বেগম, রেহানা বেগম, মাহমুদা বেগম, ফাতেমা বেগম প্রমুখ।

