
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)।। আশাশুনিতে ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে র ্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকালে উপজেলার বুধহাটা বাজারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অবসর প্রাপ্ত সৈনিক সংঘ (বেসওয়া) আশাশুনি উপজেলা শাখার আয়োজনে দিবসের শুরুতে র ্যালী বের করা হয়। র ্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আছাফুর আর্মির জিম সেন্টারে গিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অবঃ সেনা সদস্য আলহাজ্ব শেখ আছাফুর রহমানের সভাপতিত্বে সভায় আলোচনা রাখেন, ওয়ারেন্ট অফিসার (অবঃ) আনিছুর রহমান, সার্জেন্ট (অবঃ) রবিউল ইসলাম বাদশা, সার্জেন্ট (অবঃ) ফারুক হোসেন প্রমুখ।

