
স্টাফ রিপোর্টার, বরিশাল।। দেশের অন্যান্যস্থানের ন্যায় শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে বরিশাল নগরীসহ প্রতিটি উপজেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এতে বরিশালে বড়ধরনের ক্ষয়ক্ষতি না হলেও সবার মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পরেছিলো।
নগরীর ধানগবেষনা রোড এলাকার বাসিন্দা এম মিরাজ হোসাইন বলেন, জীবনে অনেকবার ভূমিকম্প দেখেছি। তবে এবারের মতো আর কখনও ভয় পাইনি। তিনি বলেন-ভূমিকম্প চলাকালীন সময় বাসা বাড়ির মালামাল কাঁপন ধরে এলোমেলো হয়ে যায়। ফেরদৌস জাহান আখি নামের এক গৃহীনি বলেন-ভূমিকম্পের সময় আতঙ্কে আমার বাচ্চারা কান্নাকাটি শুরু করেন। একপর্যায়ে আমি নিজেও আতঙ্কিত হয়ে তড়িঘড়ি করে বাচ্চাদের নিয়ে ঘরের বাহিরে বের হয়ে যাই।
