
ষ্টাফ রিপোর্টার, বরিশাল।। “মোরা আর জীবন বাঁচাইতে পলাইয়া রামশীল যাইতে চাইনা। মোরা মোগো বাড়ি-ঘরে থাকার নিরাপত্তা চাই। আগে যারা মোগো উপরে জুলুম, অত্যাচার ও নির্যাতন করছে। যাগো ভয়ে মোরা জীবন বাঁচাইতে পলাইয়া রামশীল যাইয়া আশ্রয় নিছি, হেরাই এ্যাহন আবার দেখি ভোট চাইতে মাঠে নামছে। যে কারণে আবার মোগো সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরছে”।
আবেগাপ্লুত হয়ে কথাগুলো বলছিলেন-বরিশাল বিভাগের সবচেয়ে বেশি সংখ্যালঘু অধুষ্যিত আগৈলঝাড়া উপজেলার বাসিন্দা প্রমিলা মধু। তার সুরে সুর মিলিয়ে প্রায় একইভাবে বলেছেন, শিখা রাণীসহ অন্যান্যরা। শুক্রবার (২১ নভেম্বর) সকাল সাড়ে দশটার দিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও দলের দুর্দীনের নেতাকর্মীদের একমাত্র আশ্রয়স্থল ক্লিন ইমেজের নেতা ইঞ্জিনিয়ার আবদুস সোবহানকে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন দেয়ার দাবিতে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালীন সময় অনুষ্ঠিত সমাবেশে তারা এসব কথা বলেন।
আগৈলঝাড়া উপজেলা হিন্দু সম্প্রদায়ের ব্যানারে অনুষ্ঠিত কর্মসূচিতে নির্বাচনী এলাকার বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের বৃহত অংশের নেতাকর্মীসহ হিন্দু সম্প্রদায়ের শত শত নারী ও পুরুষ অংশগ্রহন করেন।
মানববন্ধন চলাকালীন অনুষ্ঠিত সমাবেশে হিন্দু সম্প্রদায়ের নেতা নবীন সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন-রবীন্দ্রনাথ গাইন, দীলিপ ঘটক, বিধান সরকার, হরিপদ বাড়ৈ, হাসি মধু, শিখা রাণী, প্রমিলা মধুসহ অন্যান্যরা। বক্তারা বলেন, বিএনপির ঘোষিত খসরা তালিকায় যাকে মনোনয়ন দেয়া হয়েছে তিনি বিগত ওয়ান ইলেভেনের সময় জিয়াউর রহমানের পরিবার ও দলকে নিয়ে চরম বিষোধগার করেছেন। এছাড়াও তিনি সংসদ সদস্য থাকাকালীন সময় এ আসনে সবচেয়ে বেশি সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেছে। ওইসময় এ আসনের অসংখ্য সংখ্যালঘু সম্প্রদায়ের নারী-পুরুষকে জীবন রক্ষা করতে রামশীলে গিয়ে আশ্রয় নিতে হয়েছে। তাকে পূণরায় এ আসনে মনোনয়ন দেয়ায় সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে ফের আতঙ্ক ছড়িয়ে পরেছে। পাশাপাশি বিগত পতিত সরকারের সময়ে তাকে রাজপথে কোন আন্দোলন সংগ্রামে পাওয়া যায়নি বলেও বক্তারা উল্লেখ করেন। হিন্দু সম্প্রদায়ের নারী ও পুরুষরা নিশ্চিন্তে বাড়ি ঘরে থাকার জন্য অতিদ্রুত বরিশাল-১ আসনে যাকে মনোনয়ন দেয়া হয়েছে তা পরিবর্তন করে ইঞ্জিনিয়ার আবদুস সোবহানকে দলীয় মনোনয়ন দেয়ার দাবি করেন।
হিন্দু সম্প্রদায়ের আয়োজনে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল ও সমাবেশে একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করেন আগৈলঝাড়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান কমিটির যুগ্ন সম্পাদক ডা. মাহবুবুল ইসলামসহ বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ডা. মাহবুবুল ইসলাম বলেন, ইঞ্জিনিয়ার আবদুস সোবহান দীর্ঘদিন থেকে দলীয় নেতাকর্মীদের নিয়ে রাজপথে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে একাধিকবার হামলা, অসংখ্য মামলায় কারাভোগ করেছেন। এছাড়াও কারাভোগ করা দলীয় নেতাকর্মীদের নিজ অর্থে তিনি (সোবহান) জামিনে মুক্ত করিয়েছেন। দলের চরম দুর্দীনে নেতাকর্মীদের পাশে থেকে এবং এ আসনের হিন্দু সম্প্রদায়ের পাশে দাঁড়িয়ে ইঞ্জিনিয়ার আবদুস সোবহান দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের একমাত্র আশ্রয়স্থল হিসেবে সবার কাছে আস্থা অর্জন করেছেন।
মানববন্ধন ও সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করা হয়। কর্মসূচিতে বরিশাল-১ আসনের বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও হিন্দু সম্প্রদায়ের শত শত নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

