
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)।। আশাশুনি প্রেস ক্লাবের কার্য নির্বাহী কমিটির সর্বশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) বেলা ১১.৩০ টায় প্রেস ক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রেস ক্লাবের বর্তমান সভাপতি জি এম আল ফারুকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও নব নির্বাচিত সভাপতি এস কে হাসানের সঞ্চালনায় সভায় আলোচনা রাখেন, প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সাবেক সভাপতি এস এম আহসান হাবিব, সাবেক সাধারণ সম্পাদক সমীর রায়, সিনিঃ সহ সভাপতি আঃ আলিম, সহ সভাপতি আলী নেওয়াজ, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আশিকুর রহমান আশিক, যুগ্ম সম্পাদক সোহরাব হোসেন, কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা, জাকির হোসেন, শেখ বাদশা প্রমুখ। সভায় বার্ষিক আয় ব্যয়ের হিসাব ও নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর নিয়ে আলোচনা করা হয়।
