প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৫, ৩:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২২, ২০২৫, ৪:৪৫ অপরাহ্ণ
আশাশুনিতে নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন
![]()
জি এম মুজিবুর রহমান।। আশাশুনি উপজেলার বুধহাটা শাখাভুক্ত স্বেচ্ছাসেবী উন্নয়নমূলক সংগঠন উদ্দীপন-এর নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সকাল ৯টায় বুধহাটায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সদস্যদের নেতৃত্বগুণ, সাংগঠনিক দক্ষতা ও সামাজিক উন্নয়নমূলক সক্ষমতা বৃদ্ধি বিষয়ক
কর্মশালায় প্রধান প্রশিক্ষক ছিলেন, উদ্দীপনের সাতক্ষীরা অঞ্চল ও পিরোজপুর জোন এর আঞ্চলিক ব্যবস্থাপক বলোদ্বিত্য কুমার দেবনাথ। বিশেষ অতিথি ছিলেন আশাশুনি প্রেস ক্লাব সভাপতি এস কে হাসান। সমাপনী বক্তব্যে শাখা ব্যবস্থাপক মোঃ ফরিদুল ইসলাম বলেন,
“উদ্দীপনের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই এই নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণের আয়োজন করা হয়। এ ধরনের কর্মসূচি সদস্যদের আত্মনির্ভরশীল, দক্ষ ও দায়িত্বশীল নেতা হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
| উপদেষ্টাঃ আলহাজ সিরাজ আহমেদ |
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম রনি |
প্রধান সম্পাদকঃ ইব্রাহিম রুবেল |
বার্তা সম্পাদকঃ আব্দুল বারী |