
জি এম মুজিবুর রহমান, আশাশনি (সাতক্ষীরা) ঃ।।সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী, কেন্দ্রীয় শুরা সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের পক্ষে নির্বাচনী মোটরসাইকেল শোডাউন ও পথসভা করা হয়েছে। শনিবার (২২ নভেম্বর) দরগাহপুরে এ কর্মসূচি পালন করা হয়।
বেলা ১১টায় দরগাহপুরে মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমপি প্রার্থী হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। ইউনিয়ন আমির প্রফেসর মাওঃ আঃ গনির সভাপতিত্বে ও সেক্রেটারি মাওঃ জাকির হোসেনের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি ও শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কার সিদ্দিক। বিকাল ৪ টায় খরিয়াটি দাখিল মাদ্রাসা ময়দানে পথসভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আমির প্রফেসর মাওঃ আঃ গনির সভাপতিত্বে ও সেক্রেটারি মাওঃ জাকির হোসেনের সঞ্চালনায় পথসভায় তিনি বক্তব্য রাখেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য এ্যাডঃ আব্দুস সোবহান মুকুল, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি ও শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কার সিদ্দিক, জেলা কর্মপরিষদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস সবুর, উপজেলা নায়েবে আমির মাওঃ নুরুল আবছার মুরতাজা, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মাওঃ আব্দুল গাফফার, উপজেলা সহ- সেক্রেটারী ডাঃ রোকনুজ্জামান, ছাত্র শিবিরের জেলা সভাপতি জোবায়ের হোসেন, উপজেলা সভাপতি মোখলেছুর রহমান, শ্রমিক নেতা ডাঃ বলবুল আহমেদ, প্রফেসর সাইদুর রহমান, হাফেজ মাওঃ আতাউর রহমান প্রমুখ।

