প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৫, ৪:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৩, ২০২৫, ৪:২৭ অপরাহ্ণ
আশাশুনিতে ডাঃ শহিদুল আলমের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরন ও পথসভা

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনে ডাঃ শহিদুল আলম তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাস্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরন ও পথসবা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ নভেম্বর) বিকালে উপজেলার বুধহাটা করিম সুপার মার্কেটে এ পথসভা অনুষ্ঠিত হয়।
দুপুরের পর থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে পৃথক পৃথক মিছিল সহকারে বিএনপি নেতাকর্মীরা বুধহাটা বাজারে জড়ো হতে শুরু করে। আসর নামাজের পর করিম সুপার মার্কেটে পথ সভা অনুষ্ঠিত হয়। জনাকীর্ণ পথ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য গরীবের ডাক্তার খ্যাত জনদরদী নেতা প্রফেসর ডাঃ শহিদুল আলম। পথ সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তরিকুল হাসান। পথসভা শেষে বিশাল কর্মী-সমর্থকদের নিয়ে লিফলেট বিতরণ করা হয়। বাজারের বিভিন্ন সড়কে পথচারী, ব্যবসায়ী ও ক্রেতা সাধারণের লিফলেট তুলে দিয়ে ধানের শীষে ভোট পেতে আহবান জানান হয়।
| উপদেষ্টাঃ আলহাজ সিরাজ আহমেদ |
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম রনি |
প্রধান সম্পাদকঃ ইব্রাহিম রুবেল |
বার্তা সম্পাদকঃ আব্দুল বারী |