
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)।। আশাশুনি উপজেলার দঃ চাপড়া গ্রামের অবঃ ডাক বিভাগ কর্মচারী নজির আহম্মেদ (৬৫) এর দাফন কাজ সম্পন্ন হয়েছে। রবিবার (২৩ নভেম্বর) বাদ জোহর নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মৃতঃ আঃ খালেকের ছেলে নজির আহমেদ আশাশুনি পোষ্ট অফিসে সুনামের সাথে দায়িত্ব পালন শেষে অবসর গ্রহন করেন। শনিবার (২২ নভেম্বর) দিবাগত রাত্র ১২ টার দিকে তিনি হার্ট এ্যাটাকে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি অইন্না ইলায়হি রাজেউন)। মৃতান্তে তিনি ২ কন্যা ও ১ পুত্র সন্তান রেখে যান। রবিবার বাদ জোহর চাপড়া সুফিয়া আহমেদ কওমী মাদ্রাসা চত্বরে মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন, আলহাজ্ব মাওঃ মনিরুজ্জামান। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হয়।
