
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)।। আশাশুনি টু সাতক্ষীরা সড়কে এ্যাম্বুলেন্সের ধাক্কায় ইজিবাইন দুর্ঘটনা কবলিত হয়ে ৬ জন আহত হয়েছে। গুরুতর আহত ৪ জনকে সাতক্ষীরা হাসপাতালে নেয়া হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুর ১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জন সেবা ক্লিনিকের এ্যাম্বুলেন্স আশাশুনি থেকে সাতক্ষীরায় যাচ্ছিল। বেলা ১ টার দিকে এ্যাম্বুলেন্সটি নওয়াপাড়া গ্রামে আঃ রবের বাড়ির কাছে পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে সামনের একটি যাত্রীবাহি ইজিবাইককে ধাক্কা দেয়। এ্যাম্বুলেন্সের ধাক্কায় ইজিবাইকটি পাশে আঃ রবের বাড়ির ঘেরাবেড়া ভেঙ্গে পাশে ঢুকে যায়। দুর্ঘটনায় ইজিবাইকের চালকসহ ৫ যাত্রী আহত হয়। আহতদের দ্রুত হাসপাতালে নেয়া হয়।
বুধহাটা ক্লিনিকে চিকিৎসা নেওয়া খেজুরডাঙ্গা গ্রামের সুজিত কুমার বাছাড় জানান, তারা ৫ যাত্রী আহত হয়েছে। গুরুতর আহত ৪ জনকে সাতক্ষীরা পাঠানো হয়েছে। চালককেও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ইজিবাইকের অবস্থা খুবই নাজুক হয়ে গেছে।
