
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)।। আশাশুনিতে বারসিক সংস্থার এনগেজ প্রকল্পের ইউনিয়ন সুশীল সমাজ সংগঠন (সিএসও) এর ত্রি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধহাটা ইউনিয়ন পরিষদ হলরুমে মঙ্গলবার সকাল ১০ টায় এ সভা অনুষ্ঠিত হয়।
জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত অবক্ষয়ের ফলে সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় কার্যক্রম শক্তিশালী করার লক্ষ্যে আয়োজিত সভায় আলোচনা রাখেন, বারসিক এর এরিয়া অফিসার রোকসানা পারভীন এবং ফিল্ড ফ্যাসিলিটেটর মনিরুল ইসলাম। ইউনিয়নের বিভিন্ন সুশীল সমাজ সংগঠনের পরিবেশ মানবাধিকার কর্মীগণ সভায় অংশগ্রহণ করেন। সভায় সুশীল সমাজ সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে আলোচনা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, পরিবেশগত ক্ষতি এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার রক্ষায় ভবিষ্যৎ করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। সভায় আশাশুনি প্রেসক্লাবের সদস্য শেখ বাদশা, বাবুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। বক্তারা জলবায়ু পরিবর্তন, পরিবেশগত অবক্ষয়, মানবাধিকার, জেন্ডারভিত্তিক সহিংসতা, বাল্যবিবাহ, যৌতুক প্রথা, প্রাকৃতিক দুর্যোগ, বেকারত্ব, শিশু শ্রম, নিরাপদ পানিসহ সমাজের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় সবাইকে আরও সচেতন ও সক্রিয় ভূমিকা রাখার আহবান জানান।
