
তেরখাদা প্রতিনিধিঃ তেরখাদা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে উপ-সহকারী কৃষি কর্মকর্তা, বিসিআিইসি ও বিএডিসি সার ডিলারদের “সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৫” সম্পর্কে এক অবহিতকরণ সভা গত ২৪ নভেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা কৃষি অফিসের কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার শিউলি মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আঁখি শেখ। অনুষ্ঠানে অন্যান্যের উপস্থিত ছিলেন এবং বক্তৃতা করেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ সাইদুজ্জামান, উপজেলা প্রাণি সম্পদ অফিসার (ভারপ্রাপ্ত) ডাঃ অমিত রায়, থানার ওসি (তদন্ত) মোঃ কবির আহমেদ, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ মাসুদ রানা, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার নুসরাত জাহান, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মাসুম বিল্লাহ, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ রফিকুল ইসলাম, সার ডিলার মোঃ জাহিদুল ইসলাম, মোঃ হাবিব মোল্যা, সুধীর কুমার সাহা, মোঃ কামরুল ইসলাম, সুশীল কুমার সাহা। সভায় এছাড়া বিভিন্ন ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত ডিলারগণ উপস্থিত ছিলেন।
د

