
মোঃ মনিরুজ্জামান চৌধুরী, কালিয়া, নড়াইল।।নড়াইলের নড়াগাতী থানার বাঐসোনা ইউনিয়নে দুর্বৃত্তের হামলায় ইমদাদ শেখ (৪৫) নামে এক গাছ ব্যবসায়ী নিহত হয়েছে। ২৪ নভেম্বর (সোমবার) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে যোগানীয়া আমতলা এ ঘটনা ঘটে। নিহত ইমদাদ শেখ ডুমুরিয়া গ্রামের সিরাজুল শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, চর ডুমুরিয়া গ্রামের গাছের ব্যপারী সোহাগের সাথে গাছ কেনাবেচা নিয়ে ইমদাদ শেখের সাথে ঝামেলা চলছিল। এ ঘটনাকে কেন্দ্র করে ৭/৮ দিন আগে সোহাগের লোকজনের সাথে ইমদাদের কথা কাটাকাটির হলে তাকে মারধর করে। পরবর্তীতে বিষয়টি মিমাংসার জন্য সোমবার চেয়ারম্যানের অফিসে দুই পক্ষের শালিস হয়। এ সময় দুই পক্ষের সংঘর্ষ বেঁধে গেলে এক পক্ষ দৌড়ে যোগানীয়া বাজারের যেতে গেলে অন্যপক্ষ তাদের ধাওয়া করে আমতলায় গিয়ে ধরে ফেলে। স্থানীয় অনেকে ঠেকাতে গিয়ে আহত হয়। এ সময় দুর্বৃত্তের কোপে ইমদাদ শেখ গুরুতর আহত হয়। স্থানীয়রা ইমদাদকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. শাহ আলম জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। নড়াগাতি থানার সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
| উপদেষ্টাঃ আলহাজ সিরাজ আহমেদ | প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম রনি | প্রধান সম্পাদকঃ ইব্রাহিম রুবেল | বার্তা সম্পাদকঃ আব্দুল বারী |
যোগাযোগঃ
৬/সি, আনেমা ভিস্তা (৭ম ফ্লোর), ৩০ তোপখানা রোড, ঢাকা ১০০০।
মোবাইলঃ ০১৮২৪২৪১০২৩, ০১৭১৯২৬৪০৪৫