
মোঃ আহাদুল্লাহ সানা, সাতক্ষীরা।। শুক্রুবার ২১শে নভেম্বর শুক্রবার দ্বাদশ পল্লী (বামনডাংগা, তুয়ারডাংগা, সুরেরাবাদ,ঘুঘুমারী,হেতাইলবুনিয়া,বাইনতলা, জেলপাতুয়া,মাদিয়া,লক্ষীখালী, কদমতলা,হেতাইলখালী ও মুরারীকাটি) শ্রী শ্রী রাধাগোবিন্দ মিলন মন্দির প্রতিষ্ঠা ও সনাতন ধর্মাবলম্বীদের মিলন ক্ষেত্র তৈরির প্রত্যাশা নিয়ে ডাঃ অরুন কান্তি মন্ডলের আহবানে বড়দল ইউনিয়নের মুরারি কাটি দ্বাদশ পল্লী শ্রী শ্রী রাধাগোবিন্দ গোবিন্দ মিলন মন্দির প্রাঙ্গনে এক মতবিনিময় সভা ও কমিটি গঠন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন বাবু সত্য রঞ্জন রায়,অবসর প্রাপ্ত সিনিয়র শিক্ষক। অনুষ্ঠান পরিচালনা করেন কালিকিংকর হালদার, প্রধান শিক্ষক।প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাবু জয়দেব কুমার সিংহ, উপপরিচালক, প্রাণী সম্পদ অধিদপ্তর। আরো বক্তব্য রাখেন সুরঞ্জন কুমার ঢালী,সুব্রত কুমার মন্ডল প্রঃ শিঃ, তরুণ কান্তি সানা প্রঃ শিঃ, কল্যাণ কুমার গাইন প্রঃ শিঃ, তারাপদ হালদার সহ প্রঃ শিঃ, সত্য রঞ্জন বৈরাগী ইউ, পি সদস্য,। সভায় সকলের সিদ্ধান্তে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন হয়। ডাঃ অরুণ কান্তি মন্ডল, অবসর প্রাপ্ত বিভাগীয় পরিচালক প্রাণী সম্পদ অধিদপ্তর কে সভাপতি ও কালিকিংকর হালদার প্রধান শিক্ষক, তুয়ারডাংগা উত্তর পাড়া সরকারি প্রাঃ বিদ্যালয় কে সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচন করা হয়।

