মোঃ আহাদুল্লাহ সানা, সাতক্ষীরা।। মঙ্গলবার (২৫ নভেম্বর)   সাতক্ষীরায়  দুর্যোগ বিষয়ক  সাংস্কৃতিক অনুষ্ঠান সদর  উপজেলার আলিপুর ইউনিয়নের তালবাড়িয়া মন্দির প্রাঙ্গনে কারিতাস আইডিপিডিসি  প্রকল্পের সাতক্ষীরা অফিসের উদ্যোগে শ্যামনগর যুব শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক, নাটক ও পটগান পরিবেশন করা।

সাংস্কৃতিক  অনুষ্ঠানের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় পিআইসি সদস্য দিপালী রায় সভাপতিত্বে বক্তব্য রাখেন মোঃ এবাদুল্লাহ আল ফারুক, ইউপি সদস্য ৭ নং আলিপুর ইউনিয়ন পরিষদ।

মিঃ সুকুমার দাস, সিডিও, আইডিপিডিসি প্রকল্প তালা উপজেলা। মিঃ গোবিন্দ দাশ ফেডারেশন সভাপতি আইডিপিডিসি প্রকল্প, মিসেসঃ ফরিদা পারভীন সভাপতি কমিউনিটি চেঞ্জ মেকার গ্রুপ,আইডিপিডিসি প্রকল্প ও দৈনিক আজকের কণ্ঠস্বরের সাতক্ষীরা জেলা প্রতিনিধি মোহাম্মদ আহাদুল্লাহ সানা।অনুষ্ঠানে সংগীত, নাটক ও পটগান পরিবেশন করেন সাগরিকা মন্ডল, অমিত পরমান্য অসিত মন্ডল, পূর্ণিমা পরমান্ন, মনীশ মন্ডল, শেখা ঘরামি, শংকর মন্ডল। নাটক পরিবেশিত হয় “বাঁচতে চাই”। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন কারিতাস আইডিপিডিসি প্রকল্প সাতক্ষীরা সদর উপজেলার কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মিঃ ধীমান রায়। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন সিডিএ মিলন সেন, সিডিএ তৃষ্ণা বৈরাগী, সুজন দাস ও সমতা ক্রেডিট ইউনিয়নের কমিটবৃন্দ।

Share.

উপদেষ্টাঃ আলহাজ সিরাজ আহমেদ
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম রনি
প্রধান সম্পাদকঃ ইব্রাহিম রুবেল
বার্তা সম্পাদকঃ আব্দুল বারী
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
যোগাযোগঃ
৬/সি, আনেমা ভিস্তা (৭ম ফ্লোর), ৩০ তোপখানা রোড, ঢাকা ১০০০।
মোবাইলঃ ০১৮২৪২৪১০২৩, ০১৭১৯২৬৪০৪৫

Exit mobile version