
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)।। আশাশুনি উপজেলায় পরিবেশ ও সুন্দরবন সুরক্ষায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে গণ শুনানি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় ইয়ুথ ফর দ্যা সুন্দরবন উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এ শুনানির আয়োজন করে।
রূপান্তরের জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়ার সঞ্চালনায় গণশুনানি পরিচালনা করেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীত কুমার। অনুষ্ঠানে ইয়ুথ ফর দ্যা সুন্দরবনের আশরাফ হোসেন, জার্নালিজম ফর সুন্দরবন সাতক্ষীরা জেলা কমিটির উপদেষ্টা জি এম মুজিবুর রহমান, আশাশুনি প্রেস ক্লাবের নব নির্বাচিত সাধারণ সম্পাদক আকাশ হোসেন প্রমুখ আলোচনা রাখেন। বক্তাগণ প্লাস্টিক ও পলিথিন দূষণের ভয়াবহতা তুলে ধরে বলেন, এই দূষণ শুধু পরিবেশ নয়, মানব স্বাস্থ্যের জন্যও হুমকিস্বরূপ। সভায় অংশগ্রহণকারীরা স্থানীয়ভাবে প্লাস্টিক ও পলিথিন বর্জ্য নিয়ন্ত্রণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

