
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)।। আশাশুনি উপজেলার রামদেবকাটিতে বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও গরু লুটের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
রামদেবকাটি গ্রামের মৃত অমল দাশের স্ত্রী পুষ্প দাশ জানান, আমরা ৩ শরীক আপোষে ঘরবাড়ি বেধে দীর্ঘকাল বসবাস করে আসছি। আমার ঘরের সামনে পানির ট্যাংকি ৩ বছর আগে বসানো। ৩ ভাইয়ের এক শরীক (জীবিত ভাই) বাসুদেব দাশ মঙ্গলবার দিবাগত রাতে আমার বাড়িতে হামলা চালিয়ে ট্যাংকি, ট্যাংকির ঘর ভাংচুর ও তছনছ করে। আমি ভয়ে ঘর থেকে বের হতে পারিনি। সকালে উঠে দেখি সবকিছু ভাঙ্গা ও তছনছ করা। গোয়াল ঘরে গিয়ে দেখি আমার গরু নেই। আমার ধারনা গরুটি লুট করে নেয়া হয়েছে। যার আনুমানিক মূল্য ৮০ হাজার টাকা।
পুষ্প দাশের ছেলে অভিজিত দাশ জানায়, বাসুদেব দাশ আমার আপন কাকা, গোবিন্দ দাশ চাচাত কাকা। তানা পরস্পর যোগসাজসে আমার পিতা ও মেঝ কাকার নাম বাদ দিয়ে বাসুদেব দাশ আমার ঠাকুর দাদার একমাত্র সন্তান মর্মে ভূয়া ওয়ারেশ কায়েম নিয়ে আমার প্রাপ্য পৈত্রিক বিলান জমি নামজারী করে ও বিজ্ঞ আদালতে মামলা করে তাহার নামে লিখে নিয়াছে। অবশিষ্ট আমার প্রাপ্য ০৯ শতক ভিটা জমি রয়েছে। আমরা অতিশয় গরীব মানুষ। আমার মা বিভিন্ন লোকজনের বাড়ী ও ক্ষেত খামারে দিনমজুরের কাজ করে সংসার নির্বাহ করে। আমাদের বসবাসের ঘর খুবই নড়বড়ে। নতুন ভাবে ঘর করার জন্য কাকাকে জমি মেপে বের করে দিতে বলায় টালবাহানা করা সহ বিভিন্ন ভাবে সময়ক্ষেপন করিয়া আসছে। গত ১৬ আগষ্ট তারা আমাদের ভিটায় বাবলা গাছের ডাল কাটতে থাকলে আমার মা বাধা নিষেধ করলে খুন জখম করতে আসলে মা ঘরে দরজা আটকে আশ্রয় নেয়। ১৮ আগষ্ট আমাদের ভিটা জমিতে বসত ঘর নির্মাণের জন্য সীমানা নির্ধারণ করতে থাকলে অশ্লীল ভাষায় গালিগালাজ, হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে হাকিয়ে দেয়। এব্যাপারে থানায় লিখিত অভিযোগ করা হয়। অভিজিত আরও জানায়, আমাদের উপর তাদের আক্রোশ ও শত্রুতা আমাদেরকে ভীত সন্ত্রস্থ করে রেখেছে। গত ১৪ সেপ্টেম্বর বাসুদেবের স্ত্রী সবিতা মন্ডল ও গোবিন্দ দাশ
আমাদেন সাথে শত্রুতা করে হয়রানী ও ক্ষয়ক্ষতি, অশ্লীল ভাষায় গালিগালাজ ও মারধর করতে উদ্যত এবং জীবননাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে থাকে। গত ১৩ সেপ্টেম্বর তারা অশ্লীল ভাষায় গালিগালাজ করে। আমরা মৌখিক ভাবে প্রতিবাদ করলে তারা এলোপাতাড়ী কিল, ঘুষি মারে। আশপাশের লোকজন ছুটে আসলে রাস্তাঘাটে ফাঁকা পাইলে মান অপমান, মারধর করবে, ঘর বাড়ী ভাংচুর করবে, ভিটা বাড়ী দখল করে নেবে, খুন জখম করবে, মিথ্যা মামলা দিয়ে হয়রানী করবে মর্মে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে। এব্যাপারে থানায় ১৪ সেপ্টেম্বর ৬৭৫ নং জিডি করি। জিডি করার পরও তারা আমাদের বাড়িতে হামলা, ভাংচুর ও গরু লুটের ঘটনা ঘটিয়েছে দাবী করে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। এব্যাপারে বক্তব্য নিতে অভিযুক্ত বাসুদেব দাশের বাড়িতে গেলে পাওয়া যায়নি। আশপাশে খোঁজ করেও সন্ধান মেলেনি।

