গৌরনদী (বরিশাল) প্রতিনিধি।। বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের বিএনপি মনোনিত ধানের শীষ মার্কার প্রার্থী জহির উদ্দিন স্বপন বলেছেন, এখন থেকে নির্বাচন পর্যন্ত চিহ্নিত শত্রুদের ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে। পলাতক শত্রু পক্ষ, দৃশ্যমান ধর্ম ব্যবসায়ী, অন্যান্য সামাজিক দুর্বৃত্ত্ব, দলের মধ্যে উশৃঙ্খলতা এই জিনিষগুলো মোকাবেলা করেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মার্কা, বেগম খালেদা জিয়ার মার্কা, দেশ নায়ক তারেক রহমানের মার্কা ধানের শীষকে আমাদের বিজয়ী করতে হবে।
বুধবার (২৬ নভেম্বর) সকালে গৌরনদী উপজেলার সরিকল গ্রামের বিএনপি প্রার্থীর নিজবাড়ির আঙ্গিনায় নির্বাচনকালীণ সময়ের জন্য গঠিত ইমারজেন্সি রেসপনস টিমের উপ-কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, দলের জন্য যার ত্যাগ-তিতিক্ষা আছে তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা আছে। কিন্তু দলের জন্য ত্যাগ করলেই দূর্বৃত্তায়নকে প্রশ্রয় দিতে হবে এই শর্তে কাউকে দলে রাখা হবেনা।
বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে স্বপন আরও বলেন, আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান প্রতিদিন, প্রতি সপ্তাহে বক্তৃতা করছেন, পরামর্শ দিচ্ছেন। আপনারা সেই পরামর্শগুলো ভালভাবে শুনবেন। আমরা তারেক রহমানের পরামর্শগুলোকে নির্দেশ আকারে বাস্তবায়ন করবো। ভোট কেন্দ্রে শান্তিপূর্ন পরিবেশ বজায় রাখার আহবান জানিয়ে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ভোটে যদি প্রতিপক্ষ নাও থাকে তাহলে ভোট কেন্দ্রের পরিবেশ শান্তিপূর্ন রাখতে হবে। প্রশাসনকে সব ধরনের সহযোগিতা করতে হবে। সভায় ইমারজেন্সি রেসপন্স টিমের সদস্য সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। একইদিন বেলা সাড়ে এগারটায় সোশাল মিডিয়া এক্টিভিস্টদের সাথে মতবিনিময় সভা এবং বিকেল তিনটায় উপজেলার কমলাপুর গ্রামে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠানে অংশগ্রহন করেন তিনি।



