প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৭, ২০২৫, ১২:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৬, ২০২৫, ৪:৩২ অপরাহ্ণ
ঝিনাইদহে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শণীর উদ্বোধন

মানিক ঘোষ, ঝিনাইদহ।। ‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি; প্রাণিসম্পদে হবে উন্নতি’ এ শ্লোগানাকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শণীর উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) দুপুরে জেলা প্রাণিসম্পদ অফিস চত্বরে বেলুন উড়িয়ে এ সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ। পরে সেখান থেকে একটি র্যালী বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে জেলা প্রশাসক ছাড়াও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এ.এস.এম আতিকুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ রেজাউল করিমসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এবার উপজেলা প্রাণিসম্পদক দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবার ২৯ টি স্টল স্থান পেয়েছি। বিভিন্ন খামারী, উদ্যোক্তা, কৃষাণ-কৃষাণী তাদের পালিত পশু-পাখি প্রদর্শণ করেছে স্টলগুলোতে।
| উপদেষ্টাঃ আলহাজ সিরাজ আহমেদ |
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম রনি |
প্রধান সম্পাদকঃ ইব্রাহিম রুবেল |
বার্তা সম্পাদকঃ আব্দুল বারী |