
নাঈম ইসলাম, বরিশাল।। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে দায়ের করা এক মামলার ২ নং আসামি ফারজানা আক্তার মুন্নি (৩০)–কে গ্রেপ্তার করেছে বরিশাল এয়ারপোর্ট থানা পুলিশ। মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে কাশিপুরের ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়।
মামলার বাদী হলেন আসমা আক্তার স্বর্ণা। একই মামলার ১ নং আসামি হিসেবে রয়েছেন রেজাউল করিম (৩৫)।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন ইসলাম। তিনি বলেন, “বাদীর দায়ের করা মামলার ভিত্তিতে ২ নং আসামি ফারজানা আক্তার মুন্নিকে তার কাশিপুর এলাকার ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষ করে তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।”

