
এম হাসান মুসা (শৈলকুপা) ঝিনাইদহ : “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি : প্রাণিসম্পদে হবে উন্নতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী শুরু হওয়া জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ উপলক্ষে ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ব্যাপক সেবা কার্যক্রম শুরু হয়েছে।
এরই অংশ হিসেবে, বৃহস্পতিবার সকালে উপজেলার হিতামপুর গ্রামে গবাদি পশু-পাখির বিনামূল্যে ভ্যাকসিন ও চিকিৎসা সেবা প্রদান করা হয়।
এদিন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রাসেল আহমেদ সহ উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত থেকে কৃষকদের এ সেবা পৌঁছে দেন। এই কার্যক্রমে প্রায় সাত শতাধিক পশু-পাখিকে চিকিৎসা ও ভ্যাকসিন প্রদান করা হয়, যা গ্রামীণ কৃষকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
উল্লেখ্য, ২৬শে নভেম্বর থেকে শুরু হওয়া এই প্রাণিসম্পদ সপ্তাহ আগামী ২রা ডিসেম্বর পর্যন্ত একযোগে সারাদেশে চলমান থাকবে। এই আয়োজনের মূল লক্ষ্য হলো আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং দেশীয় জাতের উন্নয়ন ঘটিয়ে দেশের প্রাণিসম্পদ খাতকে আরও এগিয়ে নিয়ে যাওয়া।

