
সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা)।। মেহেরপুরে ১১তম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন ইমদাদুল হক।তিনি যুগ্ম-জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন কালে পদোন্নতি পেয়ে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হন।
অদ্য বৃহস্পতিবার (২৭ নভেম্বর) অপরাহ্নে তিনি মেহেরপুরে যোগদান করেন। এর আগে তিনি মেহেরপুরে যুগ্ম-জেলা ও দায়রা জজ হিসেবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেন।
ইমদাদুল হক মহম্মদপুর উপজেলার গর্ব,কৃতি সন্তান – তার এই অর্জন শুধু পরিবারের নয়, মহম্মদপুর বাসীর জন্যও এক বিশাল সম্মানের মুহূর্ত।
ইমদাদুল হক, মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার গোপালনগর গ্রামের কৃতী সন্তান। তাঁর বাবা মো: জিয়াউল হক, টেলিফোন বিভাগের অবঃসর প্রাপ্ত কর্মকর্তা ও মা খাদিজা বেগম একজন সু-গৃহীনী।
ইমদাদুল হক ২০১০ সনের ১৭ জানুয়ারি গোপালগঞ্জ জেলায় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মজীবন শুরু করেন। এরপর ঢাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে মানিকগঞ্জ, মুন্সিগঞ্জে সিনিয়র সহকারি জজ ও রাজবাড়ি জেলাতে যুগ্ম জেলা ও দায়রা জজ (ল্যান্ড সার্ভে ট্রাইবুন্যাল) হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ মেহেরপুর জেলায় যুগ্ম-জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্বে থাকা অবস্থায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে পদোন্নতি পেয়ে অদ্য ২৭ নভেম্বর ২০২৫ অপরাহ্নে তিনি যোগদান করেন।
ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। তার সহধর্মিণী বেগম নাজনীন রেহানা সিনিয়র সহকারি জজ হতে পদোন্নতি পেয়ে একই জেলায় যুগ্ম জেলা ও দায়রা জজ হিসেবে কর্মরত রয়েছেন।
এছাড়া ইমদাদুল হক মুন্সিগঞ্জে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট থাকা অবস্থায় পদ্মার চরে কয়েক একর জমিতে
বিপুল নিষিদ্ধ কোকেন তৈরির পপিগাছ ধংস করে এ মামলায় অপরাধীদের সাজা দিয়ে আলোড়ন সৃষ্টি করেন।
ইমদাদুল হক রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এল,এল,বি,(অনার্স), এল,এল,এম, সম্পন্ন করেন। অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটি থেকে জুডিসিয়াল ক্যাপাসিটি বিল্ডিং বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ গ্রহন করেন , এছাড়াও বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস প্রশিক্ষণ ইনস্টিটিউট, লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র সাভার ঢাকা সহ বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রে পেশাগত দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ সাফল্যের সাথে সম্পন্ন করেন।ছাত্র জীবন থেকেই তিনি ক্রীড়া, সংস্কৃতি ও বিভিন্ন ধর্মীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ করে থাকেন।
মেহেরপুরে যোগদানের পরে নবাগত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে মেহেরপুর জেলা ও দায়রা জজ এবং চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সহকর্মীরা এবং
পুলিশ বিভাগের কর্মকর্তাবৃন্দ ফুলেল শুভেচ্ছায় বরণ করেন। তিনি যেনো অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন, সে জন্য সকলের দোয়া চেয়েছেন।


