মোঃ আহাদুল্লাহ সানা, সাতক্ষীরা  প্রতিনিধি।‎। মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ গ্রেড বাস্তবায়নের দাবিতে সারাদেশের ন্যায় সাতক্ষীরায় অর্ধ  দিবস  কর্মবিরতি পালন করেছে  সরকারী – বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত  মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। বুধবার (৩ ডিসেম্বর)   সকাল ৯ টা হতে বেলা ১২টা পর্যন্ত সাতক্ষীরা সদর হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালের সামনে  এ কর্মবিরতি  পালন করেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। সাতক্ষীরা মেডিকেল সম্মুখে কর্মবিরতিতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আব্দুল হালিম, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, কামরুল ইসলাম, আব্দুল আলিম, সুব্রত কুমার দাস, মহসিন হোসেন, আব্দুল মালেক, কামরুজ্জামান, সালমা বেগম, তাওয়াব হোসেন, চন্দন মন্ডল, মানিক চন্দ্র মন্ডল, গোলাম হোসেন, জাহাঙ্গীর আলম, আব্দুর রাজ্জাক আরাফাত হোসেন, মারুফ হাসান প্রমূখ  সদর হাসপাতাল চত্বরে কর্মবিরতিতে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর হাসপাতালের ল্যাব ইনচার্জ মোঃ আব্দুর রহমান, মেডিকেল টেকনোলজিস্ট আব্দুল হালিম, মেডিকেল টেকনোলজিস্ট মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট গোলাম কিবরিয়া, ইসলামী ব্যাংক হাসপাতালের সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট রব্বুল হাসান, এসডি হাসপাতালে মেডিকেল টেকনোলজিস্ট শামীম হোসেন, মাথাতাব উদ্দিন  মেমোরিয়াল ক্লিনিকের মেডিকেল টেকনোলজিস্ট লুৎফুর রহমান মুন্না, আনোয়ারা মেমোরিয়াল ক্লিনিকের ল্যাব ইনচার্জ তুষার, আসাদুজ্জামান,  , মেডিকেল টেকনোলজিস্ট নাজমুল হোসেন প্রমুখ। এসম বক্তারা বলেন,

‎বাংলাদেশের সকল ডিপ্লোমাধারীরা দশম গ্রেড হলেও শুধুমাত্র মেডিকেল টেকনোলজিষ্ট ও ফার্মাসিস্টরা ১১ গ্রেড রয়ে গেছে। এই  দশম গ্রেড তাদের দাবি নয় এটি তাদের অধিকার। বক্তারা আরো বলেন, আজকের দিনে অর্ধ দিবস  কর্মবিরতি পালন করা হচ্ছে। আমাদের দাবী বাস্তবায়নেমা ননীয় প্রধান উপদেষ্টার  হস্তক্ষেপ কামনা করছি।  দাবী মানতে তালবাহান করা হলে  আগামী ৪ ডিসেম্বর কমপ্লিট শার্টডাউন পালন করা হবে বলে হুশিয়ারী দেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা

Share.

উপদেষ্টাঃ আলহাজ সিরাজ আহমেদ
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম রনি
প্রধান সম্পাদকঃ ইব্রাহিম রুবেল
বার্তা সম্পাদকঃ আব্দুল বারী
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
যোগাযোগঃ
৬/সি, আনেমা ভিস্তা (৭ম ফ্লোর), ৩০ তোপখানা রোড, ঢাকা ১০০০।
মোবাইলঃ ০১৮২৪২৪১০২৩, ০১৭১৯২৬৪০৪৫

Exit mobile version