কালিয়া প্রতিনিধি, নড়াইল।। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোঃ মিল্টন মোল্যা নড়াইল–১ আসনের কালিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রামে গণসংযোগ, পথসভা ও মতবিনিময় সভা করে ব্যাপক গণসমর্থন অর্জন করছেন।
বীর মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান এই তরুণ নেতা প্রতিনিয়ত গ্রামে গ্রামে ছুটে বেড়িয়ে জনগণের দোয়া ও সমর্থন কামনা করছেন। তার প্রচারণায় ব্যানার–ফেস্টুন, পোস্টার ও লিফলেটের মাধ্যমে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।
মিল্টন মোল্যা সাংবাদিকদের বলেন—
“নড়াইল–১ আসনের মানুষের ভালোবাসা ও আস্থাই আমার শক্তি। অতীতে দুইবার নির্বাচনে আপনাদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থেকে সন্ত্রাস–চাঁদাবাজিমুক্ত একটি শান্ত ও উন্নত নড়াইল গড়তে চাই।”
তিনি আরও বলেন—
“ক্ষমতা লাভ নয়—মানুষের সেবা করাই আমার রাজনীতি।”
স্থানীয় ভোটারদের মতে, মিল্টন মোল্যার ভদ্রতা, আন্তরিকতা এবং গণ–মানুষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ তাকে তৃণমূলের কাছে একজন বিশ্বস্ত রাজনৈতিক নেতৃত্ব হিসেবে প্রতিষ্ঠিত করছে।
প্রচারণায় অংশ নেওয়া স্থানীয় যুবসমাজ বলেন—
“নড়াইল–১ আসনে সময়োপযোগী ও দূরদর্শী নেতৃত্বের প্রয়োজন—মিল্টন ভাই সেই যোগ্য ব্যক্তিত্ব।”
মিল্টন মোল্যা নড়াইলবাসীর সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে আগামীতেও জনগণের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।



