
মানিক ঘোষ, ঝিনাইদহ।। ঝিনাইদহের কালীগঞ্জে রবি মৌসুমের প্রণোদনা কর্মসূচির আওতায় ১৫শ’ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে এ সার–বীজ বিতরণ করা হয়।উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সার-বীজ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেজওয়ানা নাহিদ।এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা হাসান সাজ্জাদ, বিআরডিবি কর্মকর্তা খাইরুল হক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আক্তারুজ্জামান মিয়া সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ১ হাজার ৪’শ ২০ জন কৃষকের মাঝে জনপ্রতি ৫ কেজি উন্নতমানের উফশী ধানের বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার বিতরণ করা হয়েছে। এছাড়া ১২০ জন কৃষকের মাঝে উন্নত জাতের হাইব্রিড ধানের বীজ সরবরাহ করা হয়।
উৎপাদন বৃদ্ধি, খাদ্য ঘাটতি মোকাবিলা এবং উন্নত জাতের ধান চাষে কৃষকদের উৎসাহিত করতেই সরকারের এ প্রণোদনা কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি বলেন,কৃষকদের স্বাবলম্বী করতে এবং রবি মৌসুমে ধানের আবাদ বৃদ্ধি করতেই সরকার এসব সার ও বীজ বিতরণ করছে। এতে উৎপাদন বাড়বে, কৃষকের খরচ কমবে।”সরকারের এ উদ্যোগে খুশি কৃষকরাও। তারা মনে করছেন, সময়োপযোগী এই সহায়তা তাদের রবি মৌসুমের চাষাবাদে নতুন আশার আলো যোগ করবে।

