
লিটন শিকদার, গোপালগঞ্জ প্রতিনিধি।। গোপালগঞ্জ সদর উপজেলায় সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি করতে গিয়ে দুই ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে সদর উপজেলার ঘোনাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, টুঙ্গিপাড়ার নিলফা গ্রামের সোলায়মান শেখের ছেলে মনিরুল ইসলাম (৩৬) এবং
সদর উপজেলার চর-বয়রা গ্রামের বালা শেখের ছেলে হাকিম শেখ (৪৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, তারা বিভিন্ন ব্যবসায়ী ও পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদা দাবি করছিলেন। বিষয়টি সেনাবাহিনীর টহল দলের নজরে এলে তারা তাৎক্ষণিক অভিযানে দুজনকে আটক করে।
পরে আটককৃতদের আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

