
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)।। আশাশুনিতে প্রতিবন্ধী শিশুদের জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষার উপর স্টেকহোল্ডারদের সাথে অ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ১০.৩০ টায় আশাশুনি অফিসার্স ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।
লিলিয়ানা ফন্ডস এর অর্থায়নে সিডিডি এর সহায়তায় আইডিয়াল the meaningful participation and inclusion of children and yoths with disability baseif rehabilitation প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করে। প্রজেক্টের ফোকাল মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ রফিকুল ইসলাম। ফিল্ড ট্রেইনার আফতাবুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কর সিদ্দিক, প্রফেসর মাহবুবুল হক ডাবলু, উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন, ইউআরসি ইনস্ট্রাক্টর বৈদ্য নাথ, একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামান, সহকারী শিক্ষা অফিসার সোহাগ আলম, মোস্তাফিজুর রহমান, আশাশুনি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক আকাশ হোসেন, যুগ্ম সম্পাদক লিংকন আসলাম, প্রতিবন্ধী ইউনিয়ন ফাউন্ডেশন সভাপতি সাইফুল ইসলাম, মহিলা মেম্বর মরিয়ম খাতুন প্রমুখ।

