
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)।। আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের গদাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে গদাইপুর খেয়াঘাট পর্যন্ত প্রায় ২০০০ ফিট সংযোগ সড়কের সংস্কার কাজ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কাজের শুভ উদ্বোধন করেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, খাজরা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো:সাইফুল ইসলাম (বাচ্চু), ফ্রেন্ডশিপ-নবপল্লব প্রকল্প, শ্যামনগর ও আশাশুনির উপজেলা কো-অর্ডিনেটর দীপঙ্কর সাহা, প্রধান শিক্ষক আবু তাহের হোসেন। এছাড়া প্রকল্পের কমিউনিটি মোবিলাইজেশন অফিসার হরিদাস বর্মন, এটি এম আতাউর রহমান, আব্দুল্লাহ আল মাহমুদ রিয়াজ ও সাংবাদিক বৃন্দসহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন উপস্থিত ছিলেন। বৃটিশ হাই কমিশন এর আর্থিক সহযোগিতায় ফ্রেন্ডশিপ- নবপল্লব প্রকল্পটি কেয়ার বাংলাদেশের কনসোর্টিয়াম পার্টনারের মাধ্যমে উপকুলীয় এলাকার মানুষের দুর্যোগ সহনশীল সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে অনেকগুলো কাজের মধ্যে সংযোগ সড়কের সংস্কার কাজ একটি অন্যতম গুরুত্বপুর্ন কাজ।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম বলেন, ফ্রেন্ডশিপ-নবপল্লব প্রকল্পটি যে উদ্যোগ নিয়েছেন তা খুবই ভাল, কেননা এই রাস্তাটির সংস্কার আরো অনেক আগে করা উচিত ছিলো কিন্তু অর্থাভাবে করা হয় নাই, কিন্তু ফ্রেন্ডশিপ সেটা করে দিচ্ছে যা এলাকার মানুষের উপকারে আসবে। আমরা উপজেলা প্রশাসন থেকে ফ্রেন্ডশিপকে সর্বপ্রকার সহযোগিতা অব্যাহত রাখব।
উল্লেখ্য ফ্রেন্ডশিপ-নবপল্লব প্রকল্পটি মুলত আশাশুনি উপজেলার ৩টি (খাজরা, আনুলিয়া ও প্রতাপনগর) ইউনিয়নে কার্যক্রম পরিচালনা করে আসছে। মুলত এই প্র্রকল্পের মাধ্যমে দুর্যোগ সহনশীল ঘরবাড়ী নির্মানে সহায়তা প্রদান, ক্লাইমেট রেজিলেন্স সাইক্লোন সেন্টার নির্মান, উদ্যেক্তা তৈরি, ক্লাইমেট রেজিলেন্স ক্যাটেল সেড নির্মান, সংযোগ রোড সংস্কারসহ বিভিন্ন ধরনের ক্লাইমেট এ্যাকশন কার্যক্রম পরিচালনা করে আসছে। নবপল্লব প্রকল্পটি সাতক্ষীরা ও খুলানা জেলার উপকুলীয় অঞ্চলে দুর্যোগ সহনশীলতা বৃদ্ধির বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করছে।
| উপদেষ্টাঃ আলহাজ সিরাজ আহমেদ | প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম রনি | প্রধান সম্পাদকঃ ইব্রাহিম রুবেল | বার্তা সম্পাদকঃ আব্দুল বারী |
যোগাযোগঃ
৬/সি, আনেমা ভিস্তা (৭ম ফ্লোর), ৩০ তোপখানা রোড, ঢাকা ১০০০।
মোবাইলঃ ০১৮২৪২৪১০২৩, ০১৭১৯২৬৪০৪৫