
কালিয়া (নড়াইল) প্রতিনিধি।। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসছে। আর সেই নির্বাচনী মাঠে সবচেয়ে বেশি আলোচনায় নড়াইল–১ আসনের জাতীয় পার্টির সম্ভাব্য প্রার্থী মোঃ মিল্টন মোল্লা। দিনরাত ছুটে বেড়াচ্ছেন ইউনিয়ন, গ্রাম আর ওয়ার্ডের পথে পথে। মানুষের খোঁজ নিচ্ছেন, তাঁদের সমস্যার কথা শুনছেন মনোযোগ দিয়ে। ভোটারদের মাঝে তারুণ্যের উচ্ছ্বাস ছড়িয়ে দিচ্ছেন উন্নয়নের অঙ্গীকার।

আগেও দুইবার লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন যুদ্ধ করেছেন মিল্টন মোল্লা। সেই অভিজ্ঞতার আলোয় এ বারের পথচলা আরও সাহসী, আরও দৃঢ়। জনগণের ভালোবাসা তাকে শক্তি দেয়—এমনটাই বিশ্বাস তার।
তিনি বলেন, “আমার জন্মভূমি নড়াগাতী। এখানকার মানুষের প্রতি আমার ভালোবাসা অগাধ। জনগণের ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। ইনশাআল্লাহ, দল আমাকে মনোনয়ন দিলে লাঙ্গল প্রতীক নিয়ে বিজয় অর্জন করবো, মানুষের প্রত্যাশা পূরণ করবো।”
গ্রামে গ্রামে তরুণদের উচ্ছ্বাসও নজরকাড়া। তরুণ ভোটাররা মিল্টনকে দেখছেন সম্ভাবনার প্রতীক হিসেবে। কারণ তার প্রতিশ্রুতির কেন্দ্রে রয়েছে তরুণরাই।

তিনি দৃঢ় কণ্ঠে বলেন, “যুবশক্তি পরিবর্তনের মূল শক্তি। তাই কর্মসংস্থান, প্রযুক্তি শিক্ষা, খেলাধুলা ও দক্ষতা উন্নয়নের সকল কর্মপরিকল্পনায় তরুণদের অগ্রাধিকার দেওয়া হবে। তারা এগোলে এগোবে নড়াইল—এগোবে বাংলাদেশ।”
মিল্টন মোল্লা মনে করেন, নড়াইল–১ আসনে উন্নয়ন ও বিশাল সম্ভাবনার যাত্রা এখনো পূর্ণতা পায়নি। এ বিষয়ে তিনি জানান, “এখানে আধুনিক কৃষি, শিল্পায়ন, স্বাস্থ্যব্যবস্থা ও যোগাযোগ খাতে ব্যাপক কাজ করা প্রয়োজন। বন্যা ও নদীভাঙন রোধেও টেকসই পরিকল্পনার উদ্যোগ নেবো।”
স্থানীয় জনসাধারণের মুখেও শোনা যাচ্ছে আশাবাদী কণ্ঠ“এলাকা এগোবে—এমন নেতৃত্বই চাই। মিল্টন মোল্লা সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারবেন।”
জনগণের প্রতি আস্থাভাজন এই নেতা বলেন, “লাঙ্গল প্রতীকের বিজয়ে আমরা শুরু করবো নতুন উন্নয়নের অধ্যায়। মানুষ বাঁচলে দেশ বাঁচবে, তরুণ জাগলে বাংলাদেশ জাগবে।”
সবশেষে তিনি সকলের প্রতি দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেন, “জনগণের প্রার্থনা নিয়ে, তৃণমূলের শক্তি নিয়ে, আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। নড়াইল–১ আসনকে স্মার্ট ও সমৃদ্ধ রূপে গড়ে তোলা হবে। উন্নয়নের সূর্য উঠবে এখান থেকেই।”


