
মোঃ মনিরুজ্জামান চৌধুরী, কালিয়া, নড়াইল। । চুরি প্রতিরোধ করতে কুকুরকে লক্ষ্য করে হামলা, প্রতিদিনই আহত হচ্ছে দুই-একটি কুকুর; গ্রামে আতঙ্কের ছায়া বিরাজ করছে। নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার সকল ইউনিয়নসহ পহরডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন গ্রামে রাতের আঁধারে চোরদলের নৃশংসতা নতুন মাত্রা পেয়েছে। চুরি করতে ব্যর্থ হলে চোররা নিরীহ কুকুরদের উপর হামলা চালাচ্ছে। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হচ্ছে কুকুরগুলোকে। প্রতিদিনই দুই-একটি কুকুর আহত অবস্থায় পাওয়া যাচ্ছে। অনেক কুকুরের মৃত্যুও ঘটছে।
মূলশ্রী গ্রামের কৃষক সোবহান শেখ বলেন, চোররা যখন কোনো বাড়িতে চুরি করতে আসে, তখন কুকুরগুলো ঘেউ-ঘেউ করে সতর্ক করে। এ জন্য প্রতিশোধমূলক হামলার শিকার হচ্ছে কুকুররা। এই পরিস্থিতি গ্রামে আতঙ্কের ছায়া সৃষ্টি করেছে।
> “মানুষের বন্ধু কুকুরের ওপর এমন নির্মম আচরণ মেনে নেওয়া যায় না। চোরদলকে দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক। গ্রাম ও বাড়ির নিরাপত্তা জোরদার করতে হবে,”—স্থানীয় কৃষক মোঃ আসলাম চৌধুরী ।
এলাকাবাসীর মানবিক দাবি, চোরদের সনাক্ত করে দ্রুত শাস্তি নিশ্চিত করতে হবে।গ্রামে পাহারা ও নজরদারি জোরদার করতে হবে।প্রাণীর ওপর নিষ্ঠুরতা বন্ধে সচেতনতা বাড়াতে হবে।
