
রফিকুল ইসলাম রনি।। ভূমিকম্পের কারনে বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের আগরপুর প্রাণি চিকিৎসা উপকেন্দ্র ও কৃত্রিম প্রজনন পয়েন্টের ভবনের দেয়ালে ফাটল ও ছাদের পলেস্তারা খসে পড়েছে।
ভূমিকম্পের পর দেখা যায়, ভবনটির বিভিন্ন দেয়ালে ফাটল তৈরি হয়েছে এবং ছাদের একাধিক জায়গায় বড় আকারের পলেস্তারা খসে পড়েছে। এতে ভবনের নিরাপত্তা নিয়ে প্রাণী চিকিৎসক ও খামারিদের মধ্যে তীব্র উদ্বেগ সৃষ্টি হয়।
সম্প্রতি ঘটে যাওয়া ভুমিকম্পের ফলে এই দুর্ঘটনা ঘটে বলে জানান, প্রাণী চিকিৎসক নিয়াজুল ইসলাম ফিরোজ খলিফা।
উপজেলা থেকে দুরবর্তী এই প্রত্যন্ত এলাকার গবাদিপশু পাখির উন্নয়নের কথা বিবেচনা করে আগরপুর প্রাণি চিকিৎসা উপকেন্দ্র ও কৃত্রিম প্রজনন কেন্দ্রটি বাবুগঞ্জ উপজেলা পরিষদের অর্থায়নে ১৯৮৫ সালে নির্মাণ করা হয়। বর্তমানে ভবনির প্লাস্টার ও ছাদের টেম্পার দুর্বল হয়ে পরেছে। ফলে ভবনটির দেয়ালের বিভিন্ন যায়গা থেকে প্লাস্টার খসে পড়ছে।
ভবনটিতে অফিস করা ঝুকিপূর্ণ বলে মনে করেন স্থানীয় এলাকাবাসী। তাই অচিরেই প্রাণি চিকিৎসা উপকেন্দ্র ও কৃত্রিম প্রজনন কেন্দ্রটি সংস্কার করা প্রয়োজন। ভবনটি সংস্কারের জন্য বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার নিকট জোড় দাবি জানিয়েছেন কেন্দ্রটির প্রাণী চিকিৎসক ও এলাকার খামারিরা।

