
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)।। আশাশুনিতে শান্তি সম্প্রীতি ও সহনশীল সমাজ উন্নয়নে স্থানীয় উদ্যোগ- আন্তঃ প্রজন্ম সংলাপ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ ডিসেম্বর) সকাল ১০.৩০ টায় আশাশুনি উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশস্থ কানাডা হাই কমিশন এর সহযোগিতায় রূপান্তরের আয়োজনে সংলাপ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আশাশুনি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মোঃ রুহুল আমিন। রূপান্তরের সমন্বয়কারী কাজী মফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনা রাখেন, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম, প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আকাশ হোসেন, আশরাফ হোসেন, ইমাম মাওঃ ফেরদাউস হোসেন, পুরোহিত শংকর প্রসাদ ব্যানার্জী, আব্দুল্লাহ আল মামুন, ফাতেমা খাতুন, অবঃ প্রধান শিক্ষক কামরুন্নাহার, শাহিন হোসেন, স্বপ্না পারভিন, তাওহীদা প্রমুখ। যুব, ধর্মীয় নেতা, শিক্ষক, সাংবাদিক, সিভিল সোসাইটি নেতা, পিছিয়ে পড়া জনগোষ্ঠির ৩০ জন প্রতিনিধি সংলাপে অংশ নেন।

