মানিক ঘোষ, ঝিনাইদহ।। ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (০৬ ডিসেম্বর) বিকালে সরকারি নলডাংগা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে কালীগঞ্জবাসীর আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,কালীগঞ্জ হাজী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও দৈনিক নবচিত্র পত্রিকার প্রধান সম্পাদক আলহাজ্ব শহিদুল ইসলাম।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সাইফুল ইসলাম ফিরোজ।প্রধান অতিথির বক্তব্যে সাইফুল ইসলাম ফিরোজ বলেন,আমাদের গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। আপনারা সবাই তার দ্রুত আরোগ্য কামনায় দোয়া করবেন, যেন তিনি সুস্থ হয়ে আবারও দেশের হাল ধরতে পারেন।তিনি আরও বলেন,নানা বাধা-বিপত্তির মধ্যেও দেশনেত্রী দেশ ও দেশের মানুষের কথা ভাবেন। তিনি কখনো দেশ ত্যাগের কথা চিন্তা করেননি। তাই আমাদের সবাইকে আন্তরিকভাবে তার জন্য দোয়া করতে হবে।দোয়া মাহফিলের আগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এতিম শিশুদের মাঝে দুটি ছাগল বিতরণ করা হয়।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন—কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু, ডা. নূরুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন, জবেদ আলী, আনোয়ার হোসেনসহ বিভিন্ন সম্প্রদায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংবাদ শিরোনাম
- গৌরনদীতে প্রাক-বড়দিন ও কীর্তন প্রতিযোগিতা
- কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বড়দলে এমপি প্রার্থী রবিউল বাশারের গণসংযোগ, মহিলা সমাবেশ ও মতবিনিময়
- কালিয়া বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান মোল্লাকে গার্ড অব অনার প্রদান
- নড়াইল-১ আসনে পরিবর্তন ও ন্যায়ের প্রত্যয়ে পূর্ব সমাবেশে নেতৃবৃন্দের আহ্বান
- কচুয়ায় বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় কোরআন খানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- মহম্মদপুরে ঘোপ বাঁওড়ে অতিথি পাখির আগমনে অপার সৌন্দর্যের মেলা
- আশাশুনিতে ওলামা সমাবেশ অনুষ্ঠিত
রবিবার, ডিসেম্বর ৭ ২০২৫



