গৌরনদী (বরিশাল) প্রতিনিধি।।  বরিশালের গৌরনদীতে প্রাক-বড়দিন ও কীর্তন গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী উপজেলার মৈস্তারকান্দি ব্যাপিষ্ট চার্চ প্রাঙ্গনে শাইনিং ডেভেলপমেন্ট সোসাইটির আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহীম।
সোসাইটির চেয়ারম্যান নবীন চন্দ্র ঢালীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন গৌরনদী মডেল থানার ওসি মোঃ তারিকুল ইসলাম, বাংলাদেশ ব্যাপিস্ট চার্চ সংঘের সহসভাপতি মি. উইলিয়াম ঢালী, বরিশাল আঞ্চলিক ব্যাপিস্ট চার্চ সংঘের সভাপতি মি. সুভাষ সমদ্দার। বক্তব্য রাখেন ঢাকা ব্যাপিস্ট চার্চ সংঘের সহসভাপতি তিমন বিশ্বাস, সোসাইটির সাধারণ সম্পাদক দুলাল রায় প্রমূখ। প্রতিযোগিতায় বরিশাল, খুলনা ও গোপালগঞ্জের ১৬ টি দল অংশগ্রহণ করেন। শেষে কেক কেটে প্রাক-বড়দিনের উৎসব উদ্যাপন করা হয়।

Share.

উপদেষ্টাঃ আলহাজ সিরাজ আহমেদ
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম রনি
প্রধান সম্পাদকঃ ইব্রাহিম রুবেল
বার্তা সম্পাদকঃ আব্দুল বারী
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
যোগাযোগঃ
৬/সি, আনেমা ভিস্তা (৭ম ফ্লোর), ৩০ তোপখানা রোড, ঢাকা ১০০০।
মোবাইলঃ ০১৮২৪২৪১০২৩, ০১৭১৯২৬৪০৪৫

Exit mobile version