
তেরখাদা প্রতিনিধিঃ সোমবার (৮ ডিসেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার এ. বি. এম. সারোয়ার রাব্বী এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আঁখি শেখ, নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ সাইদুজ্জামান, থানার ওসি মোঃ কবির আহমেদ, উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী কাওছার আলী, উপজেলা শিক্ষা অফিসার এম এম মতিয়ার রহমান, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুল হক, উপজেলা সমাজসেবা অফিসার অতীশ সরদার, বীর মুক্তিযোদ্ধা শেখ শহীদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অঃ দাঃ) আনোয়ার-উল কুদ্দুর, উপজেলা নির্বাচন অফিসার পলাশ কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার হানিফ সিকদার, উপজেলা পরিসংখ্যান অফিসার শেখ ইকবাল হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা সেখ হাফিজুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সৈয়দ তালহা আশরাফ, প্রধান শিক্ষক মাওলানা শারাফাত হোসেন দিপু, প্রধান শিক্ষক মোঃ ইকরাম হোসেন জমাদ্দার, উপজেলা আনসার ভিডিপি অফিসার (ভারপ্রাপ্ত) স্বপন ব্যাপারী, উপজেলা একাডেমিক সুপারভাইজর রাধে শ্যাম ঘোষ, পল্লী বিদ্যুতের এজিএম তৌফিক ওমর, উপজেলা ইউআরসি ইন্সটেক্টর নাজিবুল ইসলাম, এসিসট্যান্ট প্রোগ্রামার লিডাম পল বালা, উপজেলা সমবায় অফিসার মঞ্জুরুল কাদির, বাংলাদেশ শিক্ষক সমিতি তেরখাদা উপজেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ আরিফুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোল্লা শাহিদুল ইসলাম, তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস.এম মফিজুল ইসলাম জুম্মান, উপজেলা পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন অফিসার আরুফা খাতুন, তথ্য আপা তাছলিমা খাতুন,পানতিতা কাটেঙ্গা টেকনিক্যাল এন্ড বি এম কলেজের অধ্যক্ষ শেখ আব্দুল গফফার, জোবায়দা মহিলা টেকনিক্যাল এন্ড বি এম কলেজের অধ্যক্ষ মোঃ মোক্তার হোসেন, অধ্যক্ষ আব্দুল কাদের, ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মোঃ আব্দুল মান্নান, সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সমন্বয়কারী মোঃ সাহাবুদ্দিন বদির, মাদ্রাসা সুপার যথাক্রমে মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা আলী আকবর ও মাওলানা আব্দুর রহীম, প্রধান শিক্ষক মোল্যা ফরিদ আহমেদ। সভায় মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপনের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়।

