কালিয়া (নড়াইল) প্রতিনিধি।। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী অভিযান ২০২৫ উপলক্ষে নড়াইলের কালিয়া উপজেলায় মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৯ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সমাজের গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, ব্যবসায়ী ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা–কর্মচারীসহ নানা শ্রেণি–পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধন শেষে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় দুর্নীতির কারণ, প্রভাব ও প্রতিরোধে নাগরিক ভূমিকা নিয়ে বক্তারা গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিন্নাতুল ইসলাম। তিনি বলেন, “দুর্নীতি বন্ধ করতে হলে প্রশাসন, গণমাধ্যম ও জনগণ—সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। পরিবার থেকে প্রতিষ্ঠান—সব জায়গায় স্বচ্ছতা ও নৈতিকতার চর্চা জরুরি।”
বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমিটির কর্মকর্তা মোঃ মোস্তফা কামাল, যিনি বলেন, “দুর্নীতি উন্নয়ন কর্মকাণ্ডকে স্থবির করে দেয়। তাই প্রকল্প বাস্তবায়নে সঠিক জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।”
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম বলেন, “শিক্ষার্থীদের নৈতিকতা ও সততার শিক্ষায় গড়ে তুলতে হবে। ভবিষ্যতের নেতৃত্ব তাদের হাতেই।”
বীর মুক্তিযোদ্ধা মোঃ তালুকদার উবায়দুর রহমান বলেন, “স্বাধীনতার মূল চেতনা হলো ন্যায় ও সুশাসন নিশ্চিত করা। দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকা তাই প্রত্যেক নাগরিকের দায়িত্ব।”
এ ছাড়া আলোচনা সভায় বক্তব্য দেন
শেখ গোলাম মোর্শেদ, সভাপতি, কালিয়া প্রেসক্লাব;
মোঃ শেখ ফসিয়ার রহমান, সভাপতি, প্রেসক্লাব কালিয়া;
এবং দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি টিএম সিরাজুল ইসলাম।
বক্তারা মতামত দেন যে, দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে গণমাধ্যম ও নাগরিক সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মানববন্ধন ও আলোচনা সভার সম্পূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি এস এম সাফায়েত।
কর্মসূচির শেষে দুর্নীতি বিরোধী শপথ পাঠ করা হয় এবং দুর্নীতিমুক্ত সুস্থিত সমাজ গঠনে সবাই একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।



