মোঃ মনিরুজ্জামান, কালিয়া, নড়াইল।। নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার আদর্শকে স্মরণ রেখে নড়াইলের কালিয়া উপজেলায় বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। সোমবার (০৯ ডিসেম্বর ২০২৫) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

দিনের শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিতে অংশ নেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিন্নাতুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, নারী উদ্যোক্তা, শিক্ষার্থী ও স্থানীয় নারীনেত্রীবৃন্দ। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।

পরবর্তীতে উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, বেগম রোকেয়া ছিলেন নারী শিক্ষার পথিকৃৎ ও অধিকার আদায়ের অনন্য প্রতীক। তাঁর আদর্শ বাস্তবায়নেই নারীর ক্ষমতায়ন ও উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।

অনুষ্ঠানে সফল নারী উদ্যোক্তাদের সম্মাননা প্রদান করা হয় এবং শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়।
দিবসটি ঘিরে পুরো উপজেলা প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ দেখা যায়।

Share.

উপদেষ্টাঃ আলহাজ সিরাজ আহমেদ
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম রনি
প্রধান সম্পাদকঃ ইব্রাহিম রুবেল
বার্তা সম্পাদকঃ আব্দুল বারী
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
যোগাযোগঃ
৬/সি, আনেমা ভিস্তা (৭ম ফ্লোর), ৩০ তোপখানা রোড, ঢাকা ১০০০।
মোবাইলঃ ০১৮২৪২৪১০২৩, ০১৭১৯২৬৪০৪৫

Exit mobile version