মানিক ঘোষ, ঝিনাইদহ।। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (তারিখ উল্লেখযোগ্য হলে বসানো যাবে) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন আলম।মতবিনিময় সভায় শিক্ষা পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, বিদ্যালয়ের অবকাঠামোগত সমস্যা, শিক্ষক সংকট, শিক্ষাক্রম বাস্তবায়ন, নিরাপদ ক্যাম্পাস ও প্রশাসনিক সমন্বয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।ইউএনও রেজওয়ানা নাহিদ বলেন,শিক্ষা উন্নয়নে প্রশাসন সবসময় শিক্ষক সমাজের পাশে আছে। শিক্ষক সমাজকে শক্তিশালী করলে দেশ আরও এগিয়ে যাবে।”

এসিল্যান্ড শাহীন আলম বলেন, “বিদ্যালয়ের ভূমি, অবকাঠামো ও আইনি বিষয়গুলোতে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।”সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা সহ সহকারী শিক্ষকবৃন্দ ছিলেন।শেষে ধন্যবাদ জ্ঞাপন ও ভবিষ্যতে যৌথভাবে আরও কার্যকর উদ্যোগ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করে সভা শেষ হয়।

Share.

উপদেষ্টাঃ আলহাজ সিরাজ আহমেদ
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম রনি
প্রধান সম্পাদকঃ ইব্রাহিম রুবেল
বার্তা সম্পাদকঃ আব্দুল বারী
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
যোগাযোগঃ
৬/সি, আনেমা ভিস্তা (৭ম ফ্লোর), ৩০ তোপখানা রোড, ঢাকা ১০০০।
মোবাইলঃ ০১৮২৪২৪১০২৩, ০১৭১৯২৬৪০৪৫

Exit mobile version