মানিক ঘোষ, ঝিনাইদহ।। বিএনপির চেয়ারপার্সন ও সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার মাজদিয়ায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ই ডিসেম্বর) বিকেলে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ হামিদুল ইসলাম হামিদ। এছাড়াও বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতাকর্মীরা অংশ নেন।দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু এবং দেশের জনগণের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।স্থানীয় নেতৃবৃন্দ বলেন— “বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে অনন্য ভূমিকা রেখেছেন। তার দ্রুত সুস্থতা কামনা করা আমাদের নৈতিক দায়িত্ব।”দোয়া মাহফিলে উপস্থিত শত শত নেতাকর্মী দেশনেত্রীর প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করেন।



