
কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি।। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কচুয়া উপজেলা শাখার সাবেক সভাপতি, মোঃ নজরুল ইসলাম এবং সদ্য সাবেক সাধারণ সম্পাদক এসএম ফারুক এর রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) বিকাল ৫ টায় কচুয়া উপজেলা বিএনপি’র কার্যালয়ে উপজেলা কৃষক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদ শেখের সঞ্চালনায় উপজেলা কৃষক দলের সভাপতি আল মামুন মুক্তির সভাপতিত্বে আয়োজিত দোয়া অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য খান মনিরুল ইসলাম, উপজেলা বিএনপি সভাপতি সরদার জাহিদ, সাবেক আহবায়ক হাজরা আসাদুল ইসলাম পান্না, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এসএম তৌহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন, মো: হুমায়ুন কবির সহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

