
মোঃ আহাদুল্লাহ সানা, সাতক্ষীরা।। “আমাদের দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কারিতাস খুলনা অঞ্চল কতৃক আইডিপিডিসি প্রকল্পের সার্বিক ব্যবস্থাপনায় সাতক্ষীরা সদর অফিসের উদ্যোগে আলিপুর দাসপাড়া প্রাঙ্গণে বিশ্ব মানবাধিকার দিবস ২০২৫ উদযাপিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন মি: ধীমান রায়, কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আইডিপিডিসি প্রকল্প সাতক্ষীরা সদর উপজেলা প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শেখ আমিনুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা ৭ নং আলিপুর ইউনিয়ন পরিষদ সাতক্ষীরা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হারুন অর রশিদ ইউপি সদস্য ৭নং আলিপুর ইউনিয়ন পরিষদ সাতক্ষীরা, মো: আহাদুল্লাহ সানা জেলা প্রতিনিধি দৈনিক আজকের কন্ঠস্বর। এছাড়া বক্তব্য রাখেন মিঃ গোবিন্দ দাশ ফেডারেশন সভাপতি, আরও বক্তব্য রাখেন মিসেস সন্ধ্যা দাস সেক্রেটারী সমতা সিসিইউ, সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সিডিএ মি: মিলন সেন। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন সিডিএ তৃষ্ণা বৈরাগী ও সুজন দাস প্রমূখ।প্রধান অতিথি তার বক্তব্য বলেন বিশ্ব মানবাধিকার দিবস ১৯৪৮ সালে ১০ ডিসেম্বর জাতিসংঘের সাধারন পরিষদের মানবাধিকারের সার্বজনীন ঘোষণা পত্র গৃহীত হয়। তারই ধারাবাহিকতায় এ বছর ১০ ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দে কারিতাস আইডিপিডিসি প্রকল্পের সহযোগিতায় সাতক্ষীরায় সদর উপজেলায় বিশ্ব মানবাধিকার দিবস পালন করা হয়েছে।

